ওয়েব ডিজাইন লাইভ কোর্সের ব্যাচসমুহ

Image

প্রায় প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে ইনোভেটিভ কিছু করার। আর ভার্চুয়াল জগতে নিজের এই দক্ষতাকে প্রমাণ করার সবচাইতে বড় শর্ত হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করা। নিজেকে দক্ষ এবং কৌশলি করে গড়ে তুলতে পারলে এই ভার্চুয়াল জগতটাও হয়ে উঠে প্রাণবন্ত।

ভার্চুয়াল জগতে "ফ্রিল্যান্সিং" এই শব্দটার সাথে আমরা কমবেশি প্রায় সকলেই পরিচিত। আর ফ্রিল্যান্সিং করার পূর্বশর্ত হচ্ছে - আপনাকে ভার্চুয়ালি কোনো না কোনো কাজ জানতে হবে। এবং এই ধরনের কাজে আপনি যত দক্ষ এবং কৌশলি হবেন, ফ্রিল্যান্সিং এর জগতে আপনার দখল ততই বৃদ্ধি পাবে। আর বিনিময়ে আপনি পাবেন সম্মৃদ্ধশালি একটি ক্যারিয়ার। 

ফ্রিল্যান্সিং এর এই জগতে Web Designer এবং Developer দের চাহিদা অত্যাধিক।

কিন্তু "প্রোগ্রামিং অনেক কঠিন", "মাথা ঘুরে যায়", "অনেক পরিশ্রম করতে হয়" - এই ধরনের কিছু বিভ্রান্তিমূলক কথা অহরহ আমরা শুনতে পাই। সঠিক ধারণার অভাবে আমাদের অনেকেই না জেনে, না বুঝে এই বিষয়টিকে ভয় পাই এবং যার দরুন প্রচুর চাহিদা এবং সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা অনেকেই এই বিষয়টিকে এড়িয়ে চলি।

আবার আমাদের অধিকাংশই Web Design এবং Web Development নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ি এবং এই দুটোকে এক করে ফেলি।

মূলতঃ Web Design এবং Web Development একই ব্যাপার নয়।

Web Design : ওয়েবসাইটের ফ্রন্ট-এন্ড স্ট্রাকচার গঠনকে বোঝায় ওয়েব ডিজাইন। অর্থাৎ, একটি ওয়েবসাইটের আউটলুক, ব্যবহৃত সামগ্রীর আকার, চিত্র, মেনু বার, টুলবার, ফন্টের রঙ ইত্যাদি নির্ধারণ করা।

Web Development :  ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ডাটাবেজ এবং ফ্রন্টএন্ডের সাথে গতিশীল সম্পর্ক তৈরিতে কাজ করে।

এখন প্রশ্ন হল, আমরা কোনটি আগে শিখব?

  • Web Design ?
  • Web Development? 

আমরা অবশ্যই শুরুতে Web Design শিখব এবং তারপর Web Development শিখব।

Ektushikhi'র এই প্ল্যাটফর্মে আমরা আপনাদের জন্য Web Design এর একটি Full Course নিয়ে এসেছি, যেখানে জিরো (০) নলেজ থেকে এডভান্স লেভেল (Advance Level) পর্যন্ত প্রতিটি বিষয় খুব ভালোভাবে শেখানো হবে।

Web Design কোর্সটির কন্টেন্ট  সমূহঃ

  • HTML 5 - Hypertext Markup Language (Version 5)
  • CSS 3 - Cascading Style Sheets (Version 3)
  • Bootstrap 5 (CSS Framework)
  • Photoshop Basics
  • JavaScript (Fundamentals)
  • jQuery Plugins

Web Design কোর্সটিতে আমরা যা যা শিখব :

  • Homepage/Landing Page Design.
  • Header Section Design.
  • Menu & Nested Menu Design
  • Footer Section design.
  • Several type of Forms design.
  • Responsive Web Design.
  • PSD to HTML  Conversion.
  • Full Layout Design

এবং ফাইনালি এই সবকিছু মিলিয়ে Live Server এ আমাদের তৈরিকৃত ওয়েবসাইটকে আপলোড করব।

এই কোর্সটি কাদের জন্য?

  • নূন্যতম এইসএসসি (HSC) পাশ হতে হবে।
  • পাশাপাশি কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে। যেমনঃ সফটওয়্যার ইন্সটল করা।
  • যারা পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে বাড়তি ইনকামের ব্যবস্থা করতে চান।
  • যারা চ্যালেঞ্জ নিয়ে কোন কিছু করতে পছন্দ করেন। এবং যথেষ্ট পরিশ্রম করতে পারেন।

এই কোর্সটি শিখে আমি কি করব?

  • এই কোর্সটি শেখার পরে শুধুমাত্র লোকাল মার্কেটেই নয়, এছাড়া ইন্টারন্যাশনাল জব মার্কেটপ্লেস যেমন- Fiverr.com, UpWork.com, Freelancer.com এমনকি Themeforest এর মতন renowned কোম্পানিগুলোতে নিজেকে একজন উঁচুমানের ফ্রন্ট-এন্ড ডিজাইনার হিসেবে দাবী করতে পারবেন। 

এই কোর্সটি শেখার জন্য কি কি দরকার?

  • বেসিক একটি কম্পিউটার/ল্যাপটপ থাকতে হবে। 
  • একটিভ ইন্টারনেট কানেকশন।

অনলাইনে কিভাবে কোর্সটি করা যেতে পারে?

  • যেহেতু এটি একটি অনলাইন কোর্স, সেহেতু টিউটর ভিডিও কলের মাধ্যমে তার কম্পিউটার স্ক্রিনটি আপনাদের সাথে শেয়ার করবেন। যার মাধ্যমে আপনি টিউটরের লেকচারটি শুনতে পারবেন এবং কোনো জিজ্ঞাসা থাকলে ক্লাসের নির্ধারিত সময়ে তা করতে পারবেন।

আমরা Ektushikhi তে কেন কোর্সটি করব?

  • প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনাদেরকে শেয়ার করা হবে।
  • রিসোর্স ফাইলগুলোও শেয়ার করা হবে।
  • প্রতিটি ক্লাসের শুরুতে এবং শেষে প্রশ্নোত্তর পর্ব থাকবে।
  • যথাসময়ে ক্লাস নেয়া হবে।
  • এসাইনমেন্ট দেয়া এবং সঠিক সময়ে জমা নেয়া হবে।
  • ফাইনালি কিছু ফুল প্রজেক্ট করতে দেয়া হবে এবং তার উপর আপনার দক্ষতা যাচাই করা হবে।

কোর্স স্পেশাল হিসেবে কিছু থাকছে?

  • অতিরিক্ত অংশ হিসেবে জব মার্কেটপ্লেসের উপর ক্লাস নেওয়া হবে। 
  • আর অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট তো থাকছেই।

কোর্স পরবর্তী কি কি সুবিধা?

  • কোর্স পরবর্তী ৬ মাস পর্যন্ত কোর্স রিলেটেড যে কোনো সমস্যার সমাধান টিউটরের কাছ থেকে পেয়ে যাবেন।

তো ফাইনালি, নিজেকে একজন দক্ষ এবং সফল ওয়েব ডিজাইনার হিসেবে দেখতে চাইলে দেরি না করে এখনই এনরোল করে ফেলুন আমাদের Web Design Live Course এ।

ধন্যবাদ।