Knowledge & Discussion

আমাদের দেশে আন্ডারগ্রাজুয়েশনের শেষের দিকে বা গ্রাজুয়েশন কমপ্লিট করার পর সঠিক গাইডলাইনের অভাব খুবই চোখে পড়ার মতন। অথচ, এই সময়টা একজন সিভিল ইঞ্জিনিয়ারের লাইফে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ব্যস্ততার কারনে হোক অথবা পারিপার্শ্বিক পরিস্থিতির কারনেই হোক, একটা সঠিক গাইডলাইন দেবার মতন অভিজ্ঞ লোক সচরাচর পাওয়া যায়না। আর এর ফলে বছরের পর বছর সীমিত কিছু ক্যাটাগরিতে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং মার্কেটটি আবদ্ধ হয়ে আছে। অথচ, প্র্যাকটিক্যালি আমাদের মার্কেটে রয়েছে অসংখ্য সম্ভাবনাময়  দিক, যার মাধ্যমে আমরা আমাদের ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারি। দরকার শুধু একটু গাইডলাইন।

আর এই গাইডলাইনটা তখনই আপনার ক্যারিয়ারে স্বার্থকতা বয়ে আনবে, যখন এই অভিজ্ঞ লোকগুলোর কাছে আপনি পৌছাতে সক্ষম হবেন। আমাদের এই প্ল্যাটফর্মে ক্যারিয়ার গাইডলাইন প্ল্যান হিসেবে সেসকল অভিজ্ঞ সিনিয়দেরকে একত্র করার নিরলস চেষ্টা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমাদের একটুশিখির এই প্ল্যাটফর্মে প্রতিমাসেই “আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” এর সিনিয়র এলামনাইদেরকে আমন্ত্রণ করা হয় (ভার্চুয়ালি), যেখানে সিনিয়র জুনিয়দের একটি পরিচিতি, আড্ডা এবং নলেজ শেয়ারিং হয়ে থাকে।

Free Webinars

New Technologies in CIVIL ENGINEERING & Carrier Guideline

New Technologies in CIVIL ENGINEERING & Carrier Guideline

ektushikhiMay 14, 20230 Comments
অতিথি:Engr. Md. Khairul Islam SohagSE. MIEB, DMINB/CE, M. ASCE.AUST CE-14th Batchকাদের জন্য এই ওয়েবিনার: ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং যারা ফ্রেশ গ্রাজুয়েট তাদের জন্য।সময়: ১৯ই মে, দুপুর ৩টাপ্ল্যাটফর্ম: Zoom Meetingকিভাবে জয়েন
Read More »